ডাটা অর্থ তথ্য আর এন্ট্রি অর্থ লিপিবদ্ধ করা। তাই ডাটা এন্ট্রি হচ্ছে কোন তথ্য লিপিবদ্ধ করা বা সংরক্ষন করা। বিস্তার র্অথে ডাটা এন্ট্রি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোন ডাটা একটি স্থান বা প্রোগ্রাম থেকে অন্য একটি স্থানে বা প্রোগ্রামে প্রতিলিপি করাকে ডাটা এন্ট্রি বলে। ডাটা গুলো হতে পারে পিডিএফ থেকে ওয়ার্ড বা ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করা, কোন ফাইল ডাউনলোড করা, হাতে লেখা কোন তথ্যকে কম্পিউটারে টাইপ করা। কিম্বা কোন প্রোগ্রামের তথ্যকে ওয়ার্ড ফাইল এবং স্পেডশিট ফাইলে সংরক্ষন করা। মোট কথা কোন তথ্য উপাত্তকে একস্থান থেকে আরেক স্থানে প্রতিলিপি বা সংরক্ষন করাকে ডাটা এন্ট্রি বলা হয়ে থাকে।